
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর গোয়ার রেস্তোরাঁ-ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শোকপ্রকাশ করার পাশাপাশি এই অগিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। খাড়গে রবিবার এক্স মাধ্যমে লেখেন, গোয়ার আরপোরায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।
খাড়গে আরও উল্লেখ করেন, এই ধরনের মর্মান্তিক ঘটনার জন্য একটি ব্যাপক তদন্ত, কঠোর জবাবদিহি এবং অগ্নি নিরাপত্তার সমস্ত নিয়মাবলী কার্যকর করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন, যাতে এই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি এই অঞ্চলের সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা এবং এই শোকের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা