মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি
মুর্শিদাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহিবুল ইসলাম। তার বাড়ি নওদার ছাতুমারা এলাকায়। দমদমা এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করে নওদা থান
মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি


মুর্শিদাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহিবুল ইসলাম। তার বাড়ি নওদার ছাতুমারা এলাকায়। দমদমা এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। ধৃতকে রবিবার বহরমপুর আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বর মাসে মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। বহরমপুরে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র-সহ দুইজনকে গ্রেফতার করা হয়| গোপন সূত্রে খবরের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৮টি ৭.৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড কার্তুজ। সেই সঙ্গে ১০ হাজার টাকার জালনোটও বাজেয়াপ্ত হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande