
মুর্শিদাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে 'পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ'। এই অনুষ্ঠানের আয়োজন করে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। এরই পালটা এক লক্ষ কন্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলে ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক। তার সঙ্গে এও বলেন, গীতা পাঠ হতেই পারে, সনাতন ধর্মের কোনও মানুষ গীতা পাঠ করতেই পারেন। আমার শ্রদ্ধা রয়েছে।
হুমায়ুন বলেন, বিজেপি বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে। আমি মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরান পাঠের আয়োজন করব। লাখো লোক নিয়ে কোরান পাঠ হবে। তাঁদের আরামসে খাওয়া-দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরান পাঠের আয়োজন হবে। আমি ১ লক্ষ হাফেজকে দিয়ে কোরান পাঠ করাব। মুর্শিদাবাদের কোনও জায়গায় প্যান্ডেল করব। তারপর কোরান পাঠ হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ