
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): বউবাজারে ফের বাড়ি বিপর্যয়। ছুটির দুপুরে আচমকা ভেঙে পড়ল মদন দত্ত লেনের একটি পুরনো বাড়ির চাঙড়। গুরুতর জখম এক ব্যক্তি। খবর পেয়েই ছুটে যান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। বাসিন্দাদের দাবি, মেট্রো চলাচলের কারণেই এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, মেট্রোর ইঞ্জিনিয়ার-সহ অন্যান্য আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে আচমকা ভেঙে পড়ে বাড়ির চাঙড়। জখম হন ১ জন। ওই প্রাচীন বাড়িতে প্রায় ১৫টি পরিবারের বাস। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলেই দাবি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি কাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, মেট্রোর ইঞ্জিনিয়ার। স্থানীয়দের সঙ্গে কথা বলে মেট্রোর ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন নয়না। তিনি বলেন, এরা তো বলেছে জানিয়েছিল যে ভাইব্রেশন হচ্ছে, তারপরও কেন কোনও পদক্ষেপ করল না মেট্রো।
উল্লেখ্য, মেট্রোর কাজের জন্য ২০১৯ সাল থেকে একাধিকবার একাধিকবার বউবাজারে বাড়ি বিপর্যয় হয়েছে। বাড়িতে ফাটল দেখা দেওয়ায় দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন ও সংলগ্ন এলাকার বাসিন্দারা মাসের পর মাস ঘরছাড়া ছিলেন বাসিন্দারা। গতবছরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ