
মালদা, ৭ ডিসেম্বর ( হি. স.): সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে মালদা জেলার বিভিন্ন শিল্প ও কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মীদের সুবিধার্থে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার বিশেষ ক্যাম্পের আয়োজন রবিবার করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের সহজ শর্তে ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করা এবং পারিশ্রমিকের অর্থ নিরাপদে লেনদেনের সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য।কর্মীদের জন্য চালু হওয়া এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে এটিএম কার্ড সুবিধা-সহ সকল প্রয়োজনীয় লেনদেনের সুবিধা দেওয়া হবে। জাতীয়কৃত ব্যাংকে অ্যাকাউন্ট থাকায় কর্মীদের আর্থিক নিরাপত্তা ও লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।এদিন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান, জেলার প্রতিটি শিল্প প্রতিষ্ঠান ও কারখানায় পর্যায়ক্রমে ক্যাম্প আয়োজন করে কর্মীদের অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী ব্যবস্থাপক লোকেশ কুমার, ব্যাংকের অন্যান্য কর্মী, চেম্বারের সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোগকে ঘিরে শিল্প মহলে সাড়া পড়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়