
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর গোয়ায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার এক্স মাধ্যমে রাহুল অভিযোগ করেন, এটা ছিল প্রশাসনের ব্যর্থতা। রাহুল এদিন এক্স মাধ্যমে জানান, গোয়ার আরপোরায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে গভীরভাবে মর্মাহত, যেখানে ২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
রাহুল উল্লেখ করেন, এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি নিরাপত্তা ও প্রশাসনের একটি ব্যর্থতা। একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ তদন্তের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এই ধরনের ঘটনা যেন আর কখনও ঘটবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা