লেহ-তে বিআরও-র ১২৫টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন রাজনাথের
লেহ, ৭ ডিসেম্বর (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার লাদাখের লেহ-তে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ১২৫টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিন সকালে লেহ-তে রাজনাথকে স্বাগত জানান সেনা কর্তা ও জওয়ানরা। বিআরও-র বিভিন্ন প্রকল্পের উদ্বোধন
লেহ-তে বিআরও-র ১২৫টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন রাজনাথের


লেহ, ৭ ডিসেম্বর (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার লাদাখের লেহ-তে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ১২৫টি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিন সকালে লেহ-তে রাজনাথকে স্বাগত জানান সেনা কর্তা ও জওয়ানরা। বিআরও-র বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ বলেন, এত বিশাল সংখ্যক প্রকল্পের উদ্বোধন আগে কখনও হয়নি এবং তাই এটি বিআরও এবং আমাদের জন্য একটি প্রাপ্তি। এটি ভিশন বিকশিত ভারত ২০৪৭-এর দৃঢ় সংকল্পের প্রমাণ, পাশাপাশি সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার জন্য আমাদের সরকারের অটল প্রতিশ্রুতির একটি উদাহরণ। এখন লাদাখে শ্যোক টানেলের উদ্বোধন করা হয়েছে। সবচেয়ে কঠিন এবং দুর্গম এলাকায় এই নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সংযোগ বৃদ্ধি করবে। লাদাখ ছাড়াও, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম এবং অন্যান্য রাজ্যেও প্রকল্পগুলি উদ্বোধন করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande