
লখনউ, ৭ ডিসেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশ স্টার্টআপ ইন্ডিয়ার নতুন ক্ষেত্র হয়ে উঠছে। সরকারি নীতি ও দৃঢ় প্রচেষ্টায় রাজ্যে স্টার্টআপ সংস্কৃতি দ্রুত বিকশিত হয়েছে।
বর্তমানে ১৮,৫৬৮টি সক্রিয় স্টার্টআপ সংস্থা রাজ্যে কাজ করছে, যার মধ্যে প্রায় ৮,০০০টি স্টার্টআপ সংস্থা মহিলা নেতৃত্বাধীন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠান, কারিগরি প্রতিষ্ঠান উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন চিন্তা ও উদ্ভাবন যোগ করছে।
রাজ্যের আইটি ও ইলেকট্রনিক্স নীতি স্টার্টআপ বৃদ্ধি ত্বরান্বিত করেছে। নয়ডা, গ্রেটার নয়ডা, লখনউ, কানপুর ও গোরক্ষপুর এখন আইটি ও টেক স্টার্টআপের প্রধান কেন্দ্র। সরকার আইটি পার্ক উন্নয়নে মনোনিবেশ করছে, যার ফলে দেশ ও বিদেশের বড় সংস্থাগুলো উত্তর প্রদেশে বিনিয়োগে আগ্রহী।
স্টার্টআপ বিশেষজ্ঞ রজত শ্রীবাস্তব বলেন, যোগী সরকারের সুসংহত নীতি রাজ্যের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করছে এবং ভবিষ্যতে উত্তর প্রদেশ দেশের প্রধান স্টার্টআপ হাব হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য