
সোনামুড়া (ত্রিপুরা), ৭ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার সোনামুড়ার কমলনগর, ঘটিঘর ও বিজয়নগর এলাকার বিস্তীর্ণ বনাঞ্চলে পরিচালিত হল গাঁজা বিরোধী অভিযান। প্রায় ৭০ একর জুড়ে ছড়িয়ে থাকা ৩৬টি ভিন্ন প্লটে ধ্বংস করা হল প্রায় ৪.৭ লাখ অপরিণত গাঁজা গাছ।
অবৈধ নেশা চাষের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ অভিযান বলে জানায় প্রশাসন। অভিযানে অংশ নেয় সোনামুড়া থানার পুলিশ, ৮১ ও ৪৯ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ, টিএসআর-এর ৫, ৯, ৭ ও ১১ নম্বর ব্যাটালিয়ন, সোনামুড়া বন বিভাগসহ একাধিক সংস্থা।
জঙ্গলের বিভিন্ন ছায়াঘেরা স্থানে সুচারুভাবে লুকিয়ে রাখা এসব অপরিণত গাঁজা গাছ একযোগে ধ্বংস করা হয়। প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এলাকায় নেশা চক্রের তৎপরতায় বড় ধাক্কা দিতেই এই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে, যাতে কোনওভাবেই অবৈধ গাঁজা চাষ পুনরায় মাথাচাড়া দিতে না পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ