
আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.) : হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে রাজধানীর পশ্চিম আগরতলা থানার উদ্যোগে সংশ্লিষ্ট মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। রবিবার পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এই তথ্য জানান।
পুলিশ সুপার জানান, অক্টোবর মাস থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত পশ্চিম আগরতলা থানার বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা থানায় জিডি এন্ট্রি করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে একটি বিশেষ তদন্ত টিম। এই টিম সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর)–এর সহায়তায় ২২টি মোবাইল উদ্ধার করে। বাকি পাঁচটি মোবাইল অন্যান্য সূত্রের মাধ্যমে পাওয়া যায়। পরে রবিবার থানায় ডেকে মালিকদের হাতে উদ্ধারকৃত মোবাইলগুলি তুলে দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নমিত পাঠক জানান, সম্প্রতি রাজধানীতে মোবাইল হারানোর ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষ নজরদারি চালানো হয়। পাশাপাশি তিনি সাইবার অপরাধ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত “এপিকে ফ্রড” সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, হোয়াটসঅ্যাপে এপিকে ফাইল পাঠিয়ে প্রতারণার চেষ্টা চলছে। এতে ক্লিক করলেই সংশ্লিষ্ট মোবাইলের সমস্ত ডাটা তৃতীয় পক্ষের হাতে চলে যাচ্ছে।
তিনি সাধারণ মানুষকে অচেনা এপিকে ইনস্টল না করার, ওটিপি কাউকে শেয়ার না করার এবং সন্দেহজনক পরিস্থিতিতে সাইবার হেল্পলাইন বা নিকটবর্তী থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।
এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া মোবাইলগুলির ক্ষেত্রে ‘মিসিং’ বলে জিডি এন্ট্রি ছিল, চুরির অভিযোগ দায়ের করা হয়নি। তাই কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মোবাইল চুরির যেসব পৃথক অভিযোগ রয়েছে, সেগুলির তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ