তেলিয়ামুড়ায় বৈদ্যুতিক গ্রিফ চুরি, হাতেনাতে আটক যুবক
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৭ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া শহরে বৈদ্যুতিক গ্রিফ বা প্লাগ চুরিকে কেন্দ্র করে ছড়াল তীব্র চাঞ্চল্য। পরপর বিদ্যুৎ বিভ্রাটের সূত্র ধরে সামনে এল এক অদ্ভুত ধরনের চুরির ঘটনা। অভিযোগ, বিশালগড়ের পরিতোষ দেবনাথ না
চুর আটক তেলিয়ামুড়ায়


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৭ ডিসেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া শহরে বৈদ্যুতিক গ্রিফ বা প্লাগ চুরিকে কেন্দ্র করে ছড়াল তীব্র চাঞ্চল্য। পরপর বিদ্যুৎ বিভ্রাটের সূত্র ধরে সামনে এল এক অদ্ভুত ধরনের চুরির ঘটনা। অভিযোগ, বিশালগড়ের পরিতোষ দেবনাথ নামে এক যুবক বৈদ্যুতিক গ্রিফ চুরি করে তার ভেতরের পিতলজাত অংশ বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই এই অপকর্ম চালিয়ে আসছিল।

শনিবার দিনভর তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় একাধিকবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে সাধারণ প্রযুক্তিগত ত্রুটি ভেবে বিষয়টি উপেক্ষা করা হলেও পরে দেখা যায় শহরের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটির গ্রিফ উধাও। বিদ্যুৎ নিগম সূত্রে জানা যায়, গ্রিফের ভেতরের পিতল বের করতেই এই চুরি করা হচ্ছিল।

রবিবার সকালে দশমিঘাট রাজনগর এলাকায় স্থানীয় বাসিন্দারা পরিতোষকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ, গ্রিফ খুলে পিতল সংগ্রহের সময় তাকে আটক করেন তারা। এরপর খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় ও বিদ্যুৎ দফতরে। পুলিশ এসে পরিতোষকে হেফাজতে নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, নেশাগ্রস্ত পরিতোষ নেশার টাকা জোগাড় করতেই গ্রিফ চুরির পথ বেছে নিয়েছিল।

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিভিশন–১-এর জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস জানান, শনিবার থেকে রহস্যজনকভাবে শহরের বিভিন্ন জায়গায় গ্রিফ গায়েব হতে দেখা যায়। আশ্চর্যের বিষয়—তেলিয়ামুড়া থানার সামনেই থাকা বড় ট্রান্সফরমারের দু’টি গ্রিফও চুরি হয়েছে। বিষয়টি থানার ওসি জয়ন্ত দে’কে জানানো হয়েছিল। অবশেষে রবিবার সকালে অভিযুক্তকে আটক করার পর পুলিশকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

এই চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে শহরজুড়ে। গ্রিফ চুরি করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। ঘটনার পুনরাবৃত্তি রুখতে নজরদারি বাড়ানোর দাবি উঠছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande