হেরোইনসহ কুল্লুতে গ্রেফতার তিন যুবক
কুল্লু, ৭ ডিসেম্বর(হি.স.): মাদকবিরোধী অভিযানে হিমাচল প্রদেশের কুল্লু জেলার পুলিশ তিন যুবককে হেরোইন সহ গ্রেফতার করেছে। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে আপার বাদাহের একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে ২৩ গ্রাম মাদক (হেরোইন) বাজেয়াপ্ত করে পুলিশ। পুল
হেরোইনসহ কুল্লুতে গ্রেফতার তিন যুবক


কুল্লু, ৭ ডিসেম্বর(হি.স.): মাদকবিরোধী অভিযানে হিমাচল প্রদেশের কুল্লু জেলার পুলিশ তিন যুবককে হেরোইন সহ গ্রেফতার করেছে। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে আপার বাদাহের একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে ২৩ গ্রাম মাদক (হেরোইন) বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল যোগ রাজ (২৮), সানি দেওল (২২) ও তুষার (২৪)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। রবিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযানটি পরিকল্পিত ও গোপন সূত্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande