লা লিগা: রিয়ালের মাঠে সেল্টার জয়
সান্তিয়াগো, ৮ ডিসেম্বর (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচে অবিশ্বাস্য কান্ড ঘটালো সেল্টা ভিগো। সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ! দুই দশক পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল তারা। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন ভিলিয়
লা লিগা: রিয়ালের মাঠে সেল্টার জয়!


সান্তিয়াগো, ৮ ডিসেম্বর (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচে অবিশ্বাস্য কান্ড ঘটালো সেল্টা ভিগো। সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ! দুই দশক পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল তারা।

দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন ভিলিয়ত। এই অর্ধে বদলি নেমে দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তিনি।

ম্যাচে প্রায় ৫৮ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য রিয়ালের ২৩ শটের ৭টি ছিল লক্ষ্যে। আর সেল্টার ৭ শটের ৫টিই লক্ষ্যে ছিল।

এই হারে বার্সিলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৬ ম্যাচে দ্বিতীয় হারে মাদ্রিদের দলটি ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারীরা।

১৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছে সেল্টা।

আগামী বুধবার ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আলোন্সোর দল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande