
কলকাতা, ৮ ডিসেম্বর (হি.স.) : সোমবার হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলী ট্রফির গ্রুপ-পর্বের খেলায় অভিষেকে সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোরের বিশ্ব রেকর্ডের সমান করলেন বরোদার উইকেটরক্ষক-ব্যাটসম্যান অমিত পাসি।
তিনি ৫৫ বলে ১১৪ রান করেন, যার মধ্যে ১০টি চার এবং নয়টি ছক্কা ছিল। এই রেকর্ডটি বিলাল আসিফের রেকর্ডের সমান। বিলাল আসিফ ২০১৫ সালে পাকিস্তান টি-টোয়েন্টি লিগের ম্যাচে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে এই মাইলফলক অর্জন করেছিলেন।
জাতীয় দলের দায়িত্ব পালনকারী জিতেশ শর্মার পরিবর্তে, ২৬ বছর বয়সী এই খেলোয়াড় উপরের দিকে আক্রমণভাগে নেমে পড়েন, ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং মাত্র ৪৪ বলে তার প্রথম টি-টোয়েন্টি শতরান করেন।
তিনি টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ভারতীয়। বরোদা ২০ ওভারে ৫ উইকেটে ২২০ রান করে এবং সার্ভিসেসের বিপক্ষে ১৩ রানে জয়লাভ করে, যেখানে সুপার লিগের যোগ্যতা অর্জন ইতিমধ্যেই তাদের নাগালের বাইরে।
টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ স্কোর:
**১১৪ - অমিত পাসি (বরোদা) - ২০২
**১১৪ - বিলাল আসিফ (শিয়ালকোট স্ট্যালিয়ন্স) - ২০১৫
**১১২ - মঈন খান (করাচি ডলফিন্স) - ২০০৫
**১০৮ - এম স্পোর্স (কানাডা) - ২০২২
**১০৬- এস ভামব্রি (চন্ডিগড়) - ২০১৯।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি