জুনিয়র মহিলা বিশ্বকাপ ২০২৫-এর প্লেঅফ ম্যাচে ভারত ওয়েলসের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে
চিলি, ৮ ডিসেম্বর (হি.স.): সোমবার চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালের সেন্ট্রো দেপোর্তিভো ডি হকি সেস্পেডে ২০২৫ এফআইএইচ জুনিয়র মহিলা বিশ্বকাপের প্লে-অফে ওয়েলসের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। ভারত আক্রমণাত্মকভাবে
জুনিয়র মহিলা বিশ্বকাপ ২০২৫-এর প্লেঅফ ম্যাচে ভারত ওয়েলসের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে


চিলি, ৮ ডিসেম্বর (হি.স.): সোমবার চিলির সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালের সেন্ট্রো দেপোর্তিভো ডি হকি সেস্পেডে ২০২৫ এফআইএইচ জুনিয়র মহিলা বিশ্বকাপের প্লে-অফে ওয়েলসের বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করেছে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল।

ভারত আক্রমণাত্মকভাবে শুরু করে, প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই পেনাল্টি কর্নার পায়। তারা বল দখলে রাখে এবং নিয়মিত ওপেনিং তৈরির জন্য লাইনের মধ্যে খেলে কিন্তু শুরুতে আঘাত করতে পারেনি।

প্রথম কোয়ার্টারের শেষের দিকে ভারত ১৪ মিনিটে হিনা বানোর গোল করে দলকে এগিয়ে দেন। সাক্ষী রানার দুর্দান্ত পারফর্মেন্সের পর দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের চাপ অব্যাহত থাকে। ধারাবাহিক আক্রমণের পর সুনেলিতা টোপ্পো ২৪ মিনিটে গোল করেন।

বিরতির পরপরই লিড আরও বাড়ে, যখন ওয়েলশ গোলরক্ষক শট ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর রিবাউন্ড থেকে ইশিকা ৩১ মিনিটে গোলে পরিণত হন।

৫২তম মিনিটে এলোইস মোয়াটের গোলে ওয়েলস এক গোল শোধ করে। এরপর ভারত শেষ পর্বগুলো ভালোভাবে পরিচালনা করে জয় নিশ্চিত করে।

৯ ডিসেম্বর ক্রসওভার ম্যাচে ভারত উরুগুয়ের মুখোমুখি হবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande