অস্ত্রোপচার হবে নেইমারের হাঁটুতে
সাও পাওলো, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের মাধ্যমে ব্রাজিলের সিরি আ-তে নেইমারের সান্তোস তাদের টিকে থাকার সুনিশ্চিত করেছে এবং ৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা পরে মরশুমের শেষ ম্যাচ খেলে নিশ্চিত করেছেন তাঁর বাম হাঁটুতে অস্ত্রো
টানা তিন ম্যাচে চোট নিয়ে খেলে দলকে টিকিয়ে নেইমার  নিশ্চিত করলেন, অস্ত্রোপচনা হবে তার হাঁটুতে


সাও পাওলো, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের মাধ্যমে ব্রাজিলের সিরি আ-তে নেইমারের সান্তোস তাদের টিকে থাকার সুনিশ্চিত করেছে এবং ৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা পরে মরশুমের শেষ ম্যাচ খেলে নিশ্চিত করেছেন তাঁর বাম হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।

অবনমন এড়াতে ক্রুজেইরোর বিপক্ষে লিগের শেষ ম্যাচে হার এড়ালেই চলত সান্তোসের। রবিবার ভিলা বেলমিরোয় ক্রুজেইরোর বিপক্ষে দাপুটে জয় পেল সান্তোস। প্রথমার্ধে থাকিয়ানোর জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে জোয়াও স্মিদের গোলে ৩-০ গোলে জয় পায় সান্তোস। গোল বা অ্যাসিস্ট না পেলেও এদিন দারুণ খেলেছেন নেইমার।

এই জয়ে ৩৮ ম্যাচে ১২ জয় ও ১১ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়েছে সান্তোস। ফলে আগামী মরসুমে কোপা সুদামেরিকানায় খেলার সুযোগ পাচ্ছে নেইমারের দল।

এদিকে এদিন সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় এই ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজনে সম্মান জানানো হয় নেইমারকে। তার হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক। সেখানে ছিলেন তাঁর স্ত্রী, সন্তানেরা-সহ পরিবারের সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande