
নিউ সাউথ ওয়েলস, ৮ ডিসেম্বর (হি.স.): বিধ্বংসী দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার দুই প্রদেশের বিস্তীর্ণ এলাকা। গত সপ্তাহান্তে শুরু হওয়া বনাঞ্চলের আগুনে ক্ষতিগ্রস্ত নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়া প্রদেশের বহু বাড়ি-ঘর। নিউ সাউথ ওয়েলসের বুলাডেলা শহর সংলগ্ন জঙ্গলে আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে এক দমকলকর্মীর। ৫৯ বছরের ওই ব্যক্তির মাথার উপরে জ্বলন্ত একটি গাছ এসে পড়ে বলে জানা যাচ্ছে।
সোমবার সকাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলস প্রদেশের মধ্য উপকূীয় এলাকার অন্তত ৫০টি জঙ্গলে আগুন জ্বলছে বলে প্রাদেশিক প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সাড়ে তিন লক্ষ মানুষের বাস বুলাডেলায়। অন্তত ১৬টি বাড়ি সেখানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তাসমানিয়াতেও ৭০০ হেক্টর জমি নষ্ট হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে ১৯টি বাড়ি। ক্ষতিগ্রস্ত আরও ৪০টি বাড়ি। আগুন নিয়ন্ত্রণে আসেনি যে সব এলাকায়, সেখানকার বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভয়াবহ আগুনে বহু বন্য পশু-পাখির মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ