
বাহরাইচ, ৯ ডিসেম্বর (হি.স.) : ডিউটি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত পুলিশ কর্মী মঙ্গলবার সকালে লখনউ ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়। মৃত পুলিশ কর্মীর নাম রাহুল গুপ্ত। তিনি উত্তর প্রদেশের বাহরাইচ জেলার মতিপুর থানার অন্তর্গত জালিনগরে কর্মরত ছিলেন।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ গুহাদ মোড়ের কাছে বাইকে করে ফেরার পথে হঠাৎ সামনে একটি গাড়ি চলে আসায় তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান । গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কেন্দ্রীয় স্বাস্থ্য কেন্দ্রে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বাহরাইচ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রাতেই চিকিৎসকেরা তাঁকে লখনউতে ট্রমা সেন্টারে স্থানান্তর করেন। তবে শেষ পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সকালে প্রাণ হারান পুলিশ কর্মী রাহুল গুপ্তা। মৃত্যুর খবর মিলতেই পরিবার ও পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য