
নৈনিতাল, ১০ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ আগুন লাগল সরস্বতী শিশু মন্দিরে। মঙ্গলবার রাতে মল্লিতালের চায়না বাবা মন্দিরের কাছে সরস্বতী শিশু মন্দিরে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এএসপি জগদীশ চন্দ্র বলেন, গত রাতে সরস্বতী শিশু মন্দিরে যে আগুন লেগেছিল, তা দমকল বাহিনী এবং কাছের দমকল বাহিনী নিভিয়ে ফেলেছে। রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে দমকল বাহিনী উপস্থিত ছিল।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা ঘরের ভেতরে ছিলাম, যখন নীচের তলার লোকজন চিৎকার শুরু করেন। আগুনের লেলিহান শিখা দেখে আমরা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরেছিলাম। ধোঁয়া আমাদের ঘরে ঢুকেছিল, কিন্তু সৌভাগ্যবশত আগুন আমাদের ঘরে ছড়িয়ে পড়েনি। সবাই বিভিন্ন উপায়ে সাহায্যের জন্য দৌড়েছিল, কেউ কেউ পাইপ দিয়ে জল এনেছিল, কেউ কেউ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। সবাই আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ