
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মতো রাজ্যগুলিকে গ্রামীন স্থানীয় সংস্থাগুলির জন্য ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ সময়কালের অনুদান মঞ্জুর করেছে। এই আর্থিক অনুদান পাবে যোগ্য বলে বিবেচিত গ্রাম পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েতগুলি।
রাজ্যগুলির তরফে পেশ হওয়া প্রাসঙ্গিক সার্টিফিকেটের ভিত্তিতে এই অর্থ প্রদান করা হয়েছে।
এই অর্থে রূপায়িত প্রকল্পের সুবাদে প্রত্যক্ষভাবে উপকৃত পরিবার কিম্বা ব্যক্তির সংখ্যার বিষয়ে কেন্দ্রীয় সরকার তথ্য সংগ্রহ করে না।
২০২৪-২৫ সময়কালে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে ৩৬১৭ কোটি টাকা। মঞ্জুর হয়েছে ৩৪৭২.২২ কোটি টাকা। এই সময়ে উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে সবচেয়ে বেশি ৭৯৯৪ কোটি টাকা- যার সবটাই মঞ্জুর করা হয়েছে।
২০২৫-২৬ সময়কালে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে ৩,৫২৮ কোটি টাকা- যার মধ্যে মঞ্জুর হয়েছে ১,৭০১.৭৭ কোটি টাকা। এই সময়কালেও উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ সর্বোচ্চ, অর্থাৎ ৭,৭৯৭ কোটি টাকা- যার মধ্যে মঞ্জুর হয়েছে ৩,৮৭০.৯৬ কোটি টাকা।
লোকসভায় মঙ্গলবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ