
মুর্শিদাবাদ, ৯ ডিসেম্বর, (হি.স.): এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পণ করলেন ভরতপুরের বিধায়ক। বিজেপির বিরুদ্ধেও লড়াই করবেন তিনি। সেই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কার্যত 'যুদ্ধ' ঘোষণা করেছেন হুমায়ুন কবীর।
মঙ্গলবারও তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই জায়গাতেই তিনি জোরদার প্রার্থী দেবেন এবং এক ইঞ্চি জমি ছাড়বেন না! সাসপেন্ডড তৃণমূল নেতার বক্তব্য, নিজের দল বানান বা যাই করুন, এই দুই দলকে হারাতেই তিনি লড়াই চালিয়ে যাবেন। ২০২৬ বিধানসভা ভোটে সেই লড়াই দেখবেন সাধারণ মানুষ।
মসজিদ বিতর্কে দল থেকে সাসপেন্ড হয়েও নিজের হাবভাব বদলাননি হুমায়ুন কবীর । কলকাতা হাইকোর্টের রায়ের পর নির্ধারিত দিনেই মুর্শিদাবাদের মসজিদের শিলান্যাস করেছিলেন তিনি। সেদিন রেকর্ড ভিড়ের সাক্ষী থেকেছিল রাজ্য। এই আবহেই হুমায়ুন জানিয়েছিলেন, নিজের দল বানিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে অন্তত ১৩৫ আসনে লড়বেন।
২৬-এর বিধানসভা ভোটে বাংলার রাজনীতির বড় ফ্যাক্টর হতে চলেছে তাঁর দল - এই দাবি নিজেই করে ফেলেছেন হুমায়ুন। তাঁর সংযোজন, তৃণমূল বা বিজেপি - কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হলে তাঁদের প্রয়োজন হবে। এই পরিপ্রেক্ষিতে বলে রাখা ভাল, আসাউদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে তাঁর জোটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা অব্যাহত, তাও এই সময়েই তাঁর মমতা-শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ঘোষণা গোটা বিষয়টিকে আরও উত্তেজক করে তুলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত