
ধর্মশালা, ৯ ডিসেম্বর (হি.স.): তিব্বতি ধর্মগুরু চতুর্দশ দলাই লামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ৩৬তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ম্যাক্লোডগঞ্জের প্রধান বৌদ্ধ মঠ চুগলাখাং-এ বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে।
অনুষ্ঠানে চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চিলি, নিউ জিল্যান্ড ও ফিজির সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ-বিদেশের বিপুল সংখ্যক তাঁর অনুগামী যোগ দেবেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে শান্তিরক্ষায় অবদানের জন্য দলাই লামাকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। সেই স্মরণে প্রতিবছরই ১০ ডিসেম্বর দিনটিতে ম্যাক্লোডগঞ্জে অনুষ্ঠান হয়। এ বছরও বর্ষপূর্তিকে ঘিরে আয়োজন সম্পন্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য