
দুর্গাপুর, ৯ ডিসেম্বর (হি.স.): শিল্পাঞ্চলে ফের জমি মাফিয়াদের দৌরাত্ম। অন্ডালের ধুবচুরিয়া গ্রামের জমি জাল আধার ও প্যান কার্ড ব্যবহার করে হস্তান্তরের অভিযোগ উঠেছে ‘৯৯ বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে।
পশ্চিম বর্ধমানের অন্ডালের বাসিন্দা তপন ঘোষ জানিয়েছেন, জমির দলিল জালিয়াতি করে বিদ্যুৎ ঘোষ ‘৯৯ বিল্ডার্স’ সংস্থার হাতে হস্তান্তর করেছেন। অভিযুক্ত সংস্থার কর্ণধার ইন্দ্রপাল সিং, রামপ্রতাপ সিং সহ কয়েকজন ইতিমধ্যেই নিখোঁজ। অভিযোগ, সংস্থা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বহু ফ্ল্যাট নির্মাণের নামে কোটি কোটি টাকা অগ্রিম বাবদ নিয়েছে, কিন্তু জমির অধিকাংশ দলিল জাল।
অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার শান্তনু পাল দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ইতিমধ্যেই সংস্থার কর্ণধারদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, অপরাধ চক্রের পিছনে প্রভাবশালীদের সাহায্য রয়েছে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা