হুমায়ুনের নিরাপত্তায় নিয়োগ হায়দারবাদের ৮ বাউন্সার, ঘুরবেন আকাশপথেই
মুর্শিদাবাদ, ৯ ডিসেম্বর, (হি.স.): ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নিরাপত্তায় নিয়োগ করা হল হায়দারবাদের ৮ বাউন্সার। মঙ্গলবার থেকেই দায়িত্ব নিলেন তাঁরা। বারবার খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন হুমায়ুন। এবার নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টার ভাড়া
হুমায়ুনের নিরাপত্তায় নিয়োগ হায়দারবাদের ৮ বাউন্সার, ঘুরবেন আকাশপথেই


মুর্শিদাবাদ, ৯ ডিসেম্বর, (হি.স.): ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নিরাপত্তায় নিয়োগ করা হল হায়দারবাদের ৮ বাউন্সার। মঙ্গলবার থেকেই দায়িত্ব নিলেন তাঁরা।

বারবার খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন হুমায়ুন। এবার নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টার ভাড়া করলেন তিনি। আগামী ৩ মাস আকাশপথেই ঘুরবেন তিনি। সেইসঙ্গে বিধায়কের ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ দিন কয়েক আগেই হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল। তার পর থেকেই সরাসরি শাসকদলকে নিশানা করেছেন তিনি। নতুন দল ঘোষণার কথাও জানিয়েছেন। তুমুল টানাপোড়েনের মধ্যেও গত ৬ তারিখ বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন। শাসকদলের সঙ্গে টক্কর দেওয়ার হুঙ্কারও দিয়েছেন তিনি।

পাশাপাশি বারবার হুমায়ুন দাবি করেছেন, তাঁকে নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে। হয় জেলে ভরা হবে নয়তো তাঁকে খুন করা হবে! সেই কারণেই এবার হেলিকপ্টার ভাড়া করলেন বিধায়ক। জানা যাচ্ছে, আগামী ৩ মাস সর্বত্র এই হেলিকপ্টারেই ঘুরবেন তিনি। যার প্রতিদিনের খরচ কয়েকলক্ষ টাকা বলেই সূত্রের খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande