
ঝুনঝুনু, ৯ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের ঝুনঝুনুতে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা । ঘটনাটি ঘটে সোমবার রাতে । মৃতের নাম জাভেদ (২৬) । সে ফতেহপুরের বাসিন্দা।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জাভেদ একটি বিয়ের নিমন্ত্রণে গিয়েছিল ঝুনঝুনুতে। ফেরার পথে তেত্রা গ্রামের কাছে জাভেদের বাইক নিয়ন্ত্রণ হারায় ও রাস্তার পাশের একটি লোহার খুঁটিতে সজোরে ধাক্কা দেয় । দুর্ঘটনার ফলে গুরুতরভাবে জখম হয় সে। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় জাভেদের সঙ্গে ছিল আরও এক বাইক চালক। তবে দুর্ঘটনায় তার কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে| খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক