জিবি হাসপাতালে মেগা ভিজিটে মেডিকেল সুপারের আশ্বাস — আধুনিক হবে ওটি, সমাধান হবে সমস্যার
আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : জিবিপি হাসপাতালের নতুন মেডিকেল সুপার ডাঃ বিধান গোস্বামী দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো মেগা ভিজিটে বের হন। এদিন তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ও ট্রমা সেন্টার পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা গ
মেডিকেল সুপারের ভিজিট


আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : জিবিপি হাসপাতালের নতুন মেডিকেল সুপার ডাঃ বিধান গোস্বামী দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো মেগা ভিজিটে বের হন। এদিন তিনি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ও ট্রমা সেন্টার পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ -এর (এজিএমসি) প্রিন্সিপাল, ডেপুটি এমএস, পুর্ত দফতর, বিদ্যুৎ দফতর ও মেকানিক্যাল দফতরের আধিকারিকরা।

পরিদর্শন শেষে ডাঃ গোস্বামী জানান, হাসপাতালের ওটিগুলিকে অত্যাধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী দ্রুত সেই কাজ শুরু হবে। ট্রমা সেন্টারে কিছু সমস্যা এবং কর্মীস্বল্পতার বিষয়ও তিনি স্বীকার করেন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

হাসপাতালের কয়েকটি বিভাগে হুইলচেয়ার ও স্ট্রেচারের স্বল্পতা থাকলেও তা কাজকর্মে বড় ধরনের বাধা সৃষ্টি করছে না বলেও জানান নতুন মেডিকেল সুপার।

প্রসঙ্গত, জিবি হাসপাতালে প্রতি মঙ্গলবারই রুটিন মেগা ভিজিট অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগ ঘুরে সমস্যাগুলি চিহ্নিত করার এই প্রথা বহুদিন ধরেই চালু রয়েছে। ডাঃ বিধান গোস্বামীর প্রথম মেগা ভিজিটে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নত করার দিকেই জোর দেওয়ার বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন হাসপাতালের কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande