তিপ্রা মথার সঙ্গে জোট থেকে সরে আসার ইঙ্গিত বিজেপির
আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : ১৩ ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে যোগদান সভার আয়োজন করতে চলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি জানান,
সাংবাদিক সম্মেলন


আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : ১৩ ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে যোগদান সভার আয়োজন করতে চলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

তিনি জানান, আগামী জানুয়ারি পর্যন্ত রাজ্যস্তরে তিপ্রা মথার সঙ্গে বিজেপির জোট বহাল থাকলেও, এরপর আর কোনো জোট সমীকরণে দুই দল একসঙ্গে থাকছে না। তাঁর দাবি, ২০২৬ সালে টিটিএএডিসিতে ক্ষমতায় আসবে বিজেপি।

বিপিন দেববর্মা জানান, ১৩ ডিসেম্বরের যোগদান সভায় রাজ্যের বিভিন্ন মণ্ডল থেকে বিশেষ করে জনজাতি অংশের ৬ হাজারেরও বেশি ভোটার বিজেপিতে যোগ দেবেন। নতুন সদস্যদের রাজধানীতে আনা এবং পুনরায় তাদের নিজস্ব এলাকায় পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি মণ্ডলে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ভয় পেয়ে তিপ্রা মথার নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক সুর তুলছে। তিনি পরিষ্কার করে জানান, টিটিএএডিসিতে বিজেপি–মথার কোনো জোট নেই এবং সেখানে বিরোধী দলের ভূমিকায় রয়েছে বিজেপি। প্রদেশ বিজেপির সহ-সভাপতি বিমল চাকমা টিটিএএডিসির বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন।

বিপিন দেববর্মা দাবি করেন, জানুয়ারির পর পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে এবং ২০২৬ সালে রাজ্যে কিংবা টিটিএএডিসিতে মথার রাজনৈতিক প্রভাব থাকবে না। এ প্রসঙ্গে তিনি তিপ্রা মথা নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, “গুন্ডাগিরি করে বেশিদিন থাকা যায় না।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande