ঝাড়গ্রামে হাতির হামলায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত্যু
ঝাড়গ্রাম, ৯ ডিসেম্বর (হি.স.) : ভোরে বাড়ির উঠানে কাজ করার সময় হাতির হামলায় মৃত্যু হলো ৭৫ বছর বয়সী জয়া আড়ির। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার লোধাপাড়া বালিগেড়িয়ায়। বনদফতর সূত্রে জানা যায়, ভোর পাঁচটা থেকে ছ’টার স
ঝাড়গ্রামে হাতির হামলায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত্যু


ঝাড়গ্রাম, ৯ ডিসেম্বর (হি.স.) : ভোরে বাড়ির উঠানে কাজ করার সময় হাতির হামলায় মৃত্যু হলো ৭৫ বছর বয়সী জয়া আড়ির। ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার লোধাপাড়া বালিগেড়িয়ায়।

বনদফতর সূত্রে জানা যায়, ভোর পাঁচটা থেকে ছ’টার সময় দুটি হাতি গ্রামে প্রবেশ করে। বাড়ির উঠানে কাজ করছিলেন জয়া আড়ি। হঠাৎ একটি হাতি দেখার পর ছুটতে গিয়ে তিনি পড়ে যান। তখন হাতিটি তাকে পা দিয়ে পিষে মারে এবং শুঁড় দিয়ে শরীরের বিভিন্ন অংশ টেনে ছিঁড়ে দেয়। বাড়ির অন্যান্য লোকজন সময়মতো ভিতরে ঢুকে প্রাণ বাঁচান। পরে স্থানীয়রা হাতি দুটি তাড়িয়ে লোধাপাড়া হয়ে কুলটিকরী বাসস্ট্যান্ড দিয়ে দুর্গাহুড়ি জঙ্গলের দিকে পাঠায়।

বনদফতর জানিয়েছে, ওই এলাকায় প্রায় ২০–২৫ হাতির একটি দল ছিল। ড্রাইভিং-এর সময় দুটি হাতি দলছুট হয়ে কুলটিকরী এলাকায় প্রবেশ করে। মৃতদেহ উদ্ধার করে প্রথমে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে আনা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়ার বৌমা বাসন্তি আড়ি জানান, “দুটি হাতি হঠাৎ বাড়ির উঠানে চলে আসে। শ্বাশুড়ি কাজ করছিলেন। হাতি দেখে ছুটতে গিয়ে পড়ে যান, তখনই পা দিয়ে পিষে মারা হয়।” বনদফতরের খড়্গপুর ডিভিশনের ডিএফও মণীষ যাদব বলেন, “হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতার পরিবার সরকারি সহায়তা পাবেন। হাতি দুটি মনিটরিং করা হচ্ছে।”

ঝাড়গ্রামে কয়েক মাস ধরে হাতির হামলায় মৃত্যুর ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি চলছিল। এদিন ফের মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande