২০২৫ সালে দুর্নীতির অভিযোগে ৩২ জন সরকারি কর্মচারী গ্ৰেফতার : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ১০ জানুয়ারি (হি.স.) : গত বছর ২০২৫ সালে রাজ্যের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিকরণের অভিযানে ৩২ জন সরকারি কর্মচারী গ্রেফতার হয়েছেন, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ফের বলেছেন, তাঁর সরকার দুর্নীতির ব
এক্স-এ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার বার্তা


গুয়াহাটি, ১০ জানুয়ারি (হি.স.) : গত বছর ২০২৫ সালে রাজ্যের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিকরণের অভিযানে ৩২ জন সরকারি কর্মচারী গ্রেফতার হয়েছেন, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ফের বলেছেন, তাঁর সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখেছে।

আজ শনিবার নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ এ খবর দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, সরকারি পরিষেবায় সততার প্রশ্নে রাজ্য কোনও আপস করবে না। ইংরেজি শব্দবন্ধে তিনি লিখেছেন, ‘সিধি বাত, নো বাকোওয়াস, অসম দুর্নীতি সহ্য করে না।’

তিনি জানান, বছরজুড়ে ভিজিল্যান্স ও দুর্নীতি দমন অধিকরণ মোট ২৯টি ট্র্যাপ অপারেশন চালিয়ে ৩২ জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে। ড. শর্মা জানান, ‘এই অভিযানগুলি ভিজিল্যান্স অধিকরণের পক্ষ থেকে রেকর্ডসংখ্যক হস্তক্ষেপ, যাতে রাজ্যে দুর্নীতি মাথাচাড়া দিতে না পারে।’

এক্স-এ তিনি আরও লিখেছেন, ‘ব্যাপকভাবে ট্র্যাপ পেতে আধিকারিক-কর্মচারীকে হাতেনাতে ধরা হয়েছে। ১০০ শতাংশ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। দ্য মেসেজ ইজ ক্লিয়ার।’

মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, যাঁরা তাঁদের সরকারি পদের অপব্যবহার করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande