বজায় রয়েছে শীতের আমেজ, তবে পারদ চড়ল দক্ষিণবঙ্গে
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): রাতের মতো দিনেও পশ্চিমবঙ্গবাসীকে কাঁপতে হবে আগামী কয়েকদিন। আপাতত দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের কম। রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে অন্তত আরও সাত দিন। সেই সঙ্গে কুয়াশ
হিমেল হাওয়ায় জাঁকিয়ে ঠান্ডা, শীতে কাঁবু দক্ষিণ ও উত্তরবঙ্গ


কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): রাতের মতো দিনেও পশ্চিমবঙ্গবাসীকে কাঁপতে হবে আগামী কয়েকদিন। আপাতত দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের কম। রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে অন্তত আরও সাত দিন। সেই সঙ্গে কুয়াশা থাকবে গোটা রাজ্যে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে বেশি।

রবিবাসরীয় সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শীতের আমেজ অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে শীত তুলনামূলক একটু বেশি। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন অথবা রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। একই ভাবে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande