
সারণ, ১১ জানুয়ারি (হি.স.): সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিহারের সারণ জেলায় লায়ন্স ক্লাব ছাপড়া টাউন-এর উদ্যোগে অভুক্তদের জন্য হাঙ্গার সেবা সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার ছাপড়া কোর্ট স্টেশন চত্বরে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২০০ জন দুঃস্থ, প্রবীণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব এর তরফে জানানো হয়েছে, সমাজে কেউ যেন অভুক্ত না থাকে—এই মানবিক লক্ষ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। খাদ্য বিতরণের পাশাপাশি বিভিন্ন এলাকায় শুকনো খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন অঞ্চলে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। কর্মসূচিতে লায়ন্স ক্লাবের সদস্য ও স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য