
আগরতলা, ১১ জানুয়ারি (হি.স.) : স্বদেশপ্রেম জাগ্রত হলে দেশ, রাজ্য ও সমাজ এগিয়ে যাবে—এই লক্ষ্যকে সামনে রেখে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত স্বদেশী মেলার তৃতীয় সন্ধ্যায় একথা বলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
সম্মানিত অতিথির ভাষণে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানের সঙ্গে সঙ্গতি রেখেই এই স্বদেশী মেলার আয়োজন। এর মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী, স্বসহায়ক দল এবং বেকার যুবক-যুবতীরা উপকৃত হবেন। তিনি জানান, রাজ্য সরকার ইউনিটি মল গড়ার উদ্যোগ নিয়েছে এবং স্বনির্ভরতা বৃদ্ধিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কার্যকর করা হচ্ছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যে বর্তমানে ৫০ হাজারের বেশি স্বসহায়ক দল রয়েছে। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসব দলকে প্রায় ১৫ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত গড়ার পথে রাজ্য দ্রুত এগিয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ‘ভোকাল ফর লোকাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই স্বদেশী মেলা রাজ্যের অর্থনীতির ভিতকে আরও মজবুত করবে।
ত্রিপুরা বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, মেলা মানে মিলন। স্বদেশী মেলায় বিপুল ক্রেতা-বিক্রেতার উপস্থিতি প্রমাণ করে রাজ্যে দেশীয় পণ্যের চাহিদা বাড়ছে।
স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বন্দেমাতরম গান ও নৃত্য পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক, পুরনিগমের আধিকারিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। ধন্যবাদ জ্ঞাপন করেন পুরনিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ