
হাফলং (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাও থানাধীন ডিটকছড়া পুলিশ চেকগেটে পুলিশি অভিযানে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মাদক পাচারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছে একজনকে।
আজ রবিবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত প্রায় ১০:৩০টা নাগাদ শিলচর থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী লরি। লরির গতিরোধ করে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৫০টি সাবান কেসে ৫৬৭.৭২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছেন পুলিশের অভিযানকারীরা।
মাদক পাচারের অভিযোগে ঘটনাস্থলে লরিচালককে আটক করা হয়। পাশাপাশি পুলিশ মাদকবাহী লরি, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং ধৃতের কাছ থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। পরে জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত লরিচালককে গ্রেফতার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস