পাথারকা‌ন্দিতে আত্মঘাতী ক্ষৌরকর্মী, চাঞ্চল্য
পাথারকা‌ন্দি (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির রাধাপ্যারী বাজা‌রের ক্ষৌরকর্মী নির্মল চন্দ (৪৪) আত্মহত্যা করেছেন। নির্মল চন্দের আত্মহত্যার ঘটনায় রাধাপ্যারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গে‌ছে, শুক্রবার রাতে
আত্মঘা‌তী ক্ষৌরকর্মী


পাথারকা‌ন্দি (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির রাধাপ্যারী বাজা‌রের ক্ষৌরকর্মী নির্মল চন্দ (৪৪) আত্মহত্যা করেছেন। নির্মল চন্দের আত্মহত্যার ঘটনায় রাধাপ্যারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গে‌ছে, শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ ক‌রে বা‌ড়ি‌ গি‌য়ে এক‌টি গা‌ছের ডা‌লের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার খবর‌ চাউর হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকার কতিপয় নাগরিক জানান, ঘটনার রা‌তে প্রয়া‌তের ছে‌লে কয়েকজন বখা‌টে ছে‌লের সা‌থে ব‌সে মদ্যাপান কর‌ছিল। তা দে‌খে বাবার মনভার হ‌লে তি‌নি নিজের ছে‌লে‌কে কিছুটা বকাঝকা ক‌রেন। এমন‌-কি তি‌নি ম‌দের আস‌রে থাকা ছে‌লে‌দের বা‌ড়ি‌তে বিষয়‌টি ফোন ক‌রে জানান। এতে না‌কি মদ্যপ ছে‌লে সহ বন্ধুরা তার সা‌থে অশালীন আচরণ ক‌রে। এ ঘটনায় তি‌নি অপমানিত বোধ ক‌রে ওই রা‌তেই আত্মহত্যার পথ বেছে নেন ব‌লে সূত্রের খবর।

ঘটনার পর আজ শ‌নিবার পাথারকা‌ন্দি থানার পু‌লিশ তদ‌ন্তে নে‌মে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের পর প‌রিবারব‌র্গের হা‌তে সম‌ঝে দিয়েছে। প‌রে প্রয়া‌তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande