বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে আচমকা আগুন, ব্যাপক আতঙ্ক
বাঁকুড়া, ১০ জানুয়ারি (হি.স.): আউটডোর পরিষেবা চলাকালীন আচমকা আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার বেলা বারোটার কিছু পরে হাসপাতালের এমআরআই বিভাগে আগুন লাগতে দেখা যায়, যার ফলে ধোঁয়ায় ঢেকে যায় গোট
আচমকা আগুন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ,ব্যাপক আতঙ্ক


বাঁকুড়া, ১০ জানুয়ারি (হি.স.): আউটডোর পরিষেবা চলাকালীন আচমকা আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার বেলা বারোটার কিছু পরে হাসপাতালের এমআরআই বিভাগে আগুন লাগতে দেখা যায়, যার ফলে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনেরা। শুরু হয় ছোটাছুটি, ছড়িয়ে পড়ে আতঙ্ক।

খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হলে একটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই সময় এমআরআই বিভাগে রুটিন মেইনটেন্যান্সের কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই কোনও কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. পঞ্চানন কুন্ডু জানান, মেইনটেন্যান্সের কাজ চলাকালীন আচমকা আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তাঁর কথায়, দমকল পৌঁছনোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

অধ্যক্ষ আরও জানান, আগুন লাগার খবর ছড়াতেই স্বাভাবিকভাবেই কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই আউটডোর পরিষেবাও ফের স্বাভাবিকভাবে চালু হয়।

এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান অধ্যক্ষ। ওই কমিটির নোডাল অফিসার হিসেবে হাসপাতালের সহকারী সুপার দায়িত্ব পালন করবেন। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে আশ্বস্ত করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande