
অমলাপুরম, ১০ জানুয়ারি (হি.স.) : অন্ধ্রপ্রদেশের ড. আম্বেদকর কোণাসীমা জেলার মালিকিপুরম মণ্ডলের অন্তর্গত ইরুসুমণ্ডলম গ্রামে ওএনজিসি-র একটি কূপে লাগা ভয়াবহ আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
ওএনজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতা কমাতে ওয়াটার কার্টেন ব্যবহার করা হয়েছে। তাতে দ্রুত গ্যাসের চাপ কমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ওএনজিসি-র কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর পর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষও সরিয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ইরুসুমণ্ডলমের ওএনজিসি-র সহজ বায়ু কূপ নম্বর-৫-এ ড্রিলিং করার সময় হঠাৎ গ্যাস লিক হয়, যার ফলে বড় ব্লোআউট (একসাথে বেশি গ্যাস বের হওয়া) পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর গ্যাসে আগুন লাগে এবং প্রায় ১০০ মিটার উঁচু আগুনের শিখা ওঠে। আগুনের ভয়াবহতা দেখে আশেপাশের দুটি গ্রামের শত শত মানুষ নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান, গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং ওএনজিসি-র প্রযুক্তিগত দল ক্রমাগত ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি