
বাঁকুড়া, ১০ জানুয়ারি (হি.স.): বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকা বলে পরিচিত শালতোড়ায় বন্ধ থাকা খনি একে একে চালু করার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোড়ার সভায় অভিষেক বলেন, কিছু পাথর খাদান আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছে। কিন্তু আইনি জটিলতায় আটকে রয়েছে। এখনও পর্যন্ত চার সাড়ে চার হাজার কর্মী কাজ করছেন। এখানে সরকারের প্রায় ১৩৩ হেক্টর জায়গা রয়েছে। সেখানে ১৮টি খনি রয়েছে। সেগুলি শুরু হলে কমপক্ষে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। আজকে সকালেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁর দফতর থেকে সরকারি বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পুরো বিষয়টি মূল্যায়ন করে আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করে বাড়তি ২৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ