
বাঁকুড়া, ১০ জানুয়ারি (হি.স.): এসআইআরের জন্য মানুষের ভোগান্তির অভিযোগ তুলে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোড়ার সভায় অভিষেক বলেন, আপনি ভোট দেবেন, বলছে ফর্ম ফিলআপ করুন। ভাবুন? এক, দু'বছর পরে বলবে, শ্বাস নিচ্ছেন ফর্ম ফিলআপ করুন। পানীয় জল খাবেন, বলবে ফর্ম ফিলআপ করুন। এদের এমন শিক্ষা দিতে হবে, যেন বাংলার দিকে চোখ তুলে তাকানোর আগে একশোবার ভাবে। তাঁর প্রশ্ন, আজকে আমাদের বাংলাদেশি বলছেন বিজেপি নেতারা। বাংলায় কথা বললেই বাংলাদেশি! বাড়িতে কী খাবার থাকবে, কী রঙের জামা পরব- তা ঠিক করে দেবে কেন্দ্র?
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ