
গুয়াহাটি, ১০ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকের মাঙ্গালুরুতে আরব সাগরের থ্যানার ভাভি বিচে ৯-১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় ওপেন ওয়াটার সাঁতার চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে অসমের সাঁতারুরা রাজ্যের গৌরব বৃদ্ধি করেছেন। সিনিয়র (ওপেন) গার্লস ৫ কিলোমিটার ইভেন্টে (অলিম্পিক স্বীকৃত বিভাগ) আস্থা চৌধুরী ১ ঘণ্টা ১৩ মিনিট ৪৬ সেকেন্ডে সাঁতার কেটে স্বর্ণপদক জয় করেছেন। একই ইভেন্টে জাহ্নবী কাশ্যপ ১ ঘণ্টা ১৩ মিনিট ৫১ সেকেন্ডে সাঁতার কেটে লাভ করেছেন রৌপ্যপদক।
গুয়াহাটি থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অসম সাঁতার সংস্থার প্রচার সম্পাদক মুকুটেশ্বর গোস্বামী জানান, এই চ্যাম্পিয়নশিপটি ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স ইন্টারন্যাশনাল ওপেন ওয়াটার চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচন পর্ব হিসেবেও বিবেচিত হয়েছে। বর্তমানে উভয় সাঁতারুই বেঙ্গালুরুর বেলারি আইআইএস-এ উন্নত প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রশিক্ষক বাবুল গুরুং-এর তত্ত্বাবধানে অসমের ১০ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন। অসম সাঁতার সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন দাস এবং প্রচার সম্পাদক মুকুটেশ্বর গোস্বামী পদকজয়ী সাঁতারুদের অভিনন্দন জানান এবং ২০২৬ সালে আরও সাফল্য ও পদক জয়ের আশা ব্যক্ত করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস