টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড
ডাবলিন, ১০ জানুয়ারি (হি.স.) : ২০ ওভারের বৈশ্বিক আসরের জন্য শুক্রবার ১৫ জনের দল ঘোষণা করেছে আইরিশরা। যেখানে অভিজ্ঞদেরই প্রাধান্য দিয়েছে তারা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১২ জনকে এবারও দলে রেখেছে আয়ারল্যান্ড। আগামী ৮ ফেব্রুয়ারি শ্রী
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড


ডাবলিন, ১০ জানুয়ারি (হি.স.) : ২০ ওভারের বৈশ্বিক আসরের জন্য শুক্রবার ১৫ জনের দল ঘোষণা করেছে আইরিশরা। যেখানে অভিজ্ঞদেরই প্রাধান্য দিয়েছে তারা।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১২ জনকে এবারও দলে রেখেছে আয়ারল্যান্ড।

আগামী ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়ারল্যান্ড দল:

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, জশ লিটন, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande