
কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): আই প্যাকের অফিসে ইডির অভিযান ঘিরে বৃহস্পতিবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে বিধাননগর পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপির বিধাননগরের যুব মোর্চার নেতা-কর্মীরা। শনিবার বেলায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। গঙ্গার জল ছিটিয়ে পুলিশ প্রশাসনের প্রতীকী শুদ্ধিকরণ করেন যুব মোর্চার কর্মীরা। এর পরে তাঁরা পুলিশের কাছে স্মারকলিপি জমা দেন। তাঁদের অভিযোগ, ইডি বৃহস্পতিবার যে তদন্তে আই প্যাকের অফিসে গিয়েছিল, সেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন। যদিও তিনি জানিয়েছিলেন, দলের সুপ্রিমো হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। তা হলে সেখানে বিধাননগর পুলিশ থেকে ডিজির কী কাজ ছিল। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়ে তাঁরা শুদ্ধিকরণের ডাক দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ