আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইপ্যাক তদন্তে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাই কোর্টে হট্টগোলের জন্য শুনানি হয়নি। দ্রুত মামলা শুনতে চায়নি আদালত। সূত্রের ইঙ্গিত, এই অবস্থায় সুপ্
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইপ্যাক তদন্তে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাই কোর্টে হট্টগোলের জন্য শুনানি হয়নি। দ্রুত মামলা শুনতে চায়নি আদালত।

সূত্রের ইঙ্গিত, এই অবস্থায় সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি। তাই রাজ্য আগেভাগে ক্যাভিয়েট দাখিল করে রাখল। অর্থাৎ, আইপ্যাক সংক্রান্ত কোনও মামলা হলে তারা পক্ষ হতে চায়। তাদের বক্তব্য না শুনে যে আদালত কোনও নির্দেশ জারি না করে। যদি ইডি মামলা করে, তা হলে দুই পক্ষের বক্তব্য যেন শোনা হয়, সেই জন্য দাখিল করা হল ক্যাভিয়েট। প্রসঙ্গত, অনেক মামলার ক্ষেত্রে এক পক্ষের বক্তব্য শুনেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। কিন্তু ক্যাভিয়েট দাখিল হলে সে ক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্যই শুনতে হবে সুপ্রিম কোর্টকে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande