
বারুইপুর, ১০ জানুয়ারি (হি.স.): ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি। শনিবার সকালে ওই ঘটনায় অন্তত চার জনের জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে চম্পাহাটির হাড়াল এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, পর পর তিন বার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে দেখা যায়, একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে অ্যাসবেস্টসের ছাউনি উড়ে যায়। পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বড় গাছ। ঘটনাস্থল থেকে চার জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা সকলেই বাজি বানাচ্ছিলেন। দমকলের একটি ইঞ্জিন আগুন নিভিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ