রেস্তরাঁর দেওয়ালে ধাক্কা বেপরোয়া গতির গাড়ির, গ্রেফতার মত্ত চালক
বেঙ্গালুরু, ১০ জানুয়ারি (হি.স.): বেপরোয়া গতির গাড়িটিকে আগে থেকে দেখতে না পেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কপাল জোরে বেঁচেছেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন| শুক্রবার রাতে বেঙ্গালুরুর ঘটনা। গাড়িটিকে ডিভাইডার পার হয়ে বেপরোয়া গতিতে আসতে দেখে দ্রুত সরে
রেস্তরাঁর দেওয়ালে ধাক্কা বেপরোয়া গতির গাড়ির, গ্রেফতার মত্ত চালক


বেঙ্গালুরু, ১০ জানুয়ারি (হি.স.): বেপরোয়া গতির গাড়িটিকে আগে থেকে দেখতে না পেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কপাল জোরে বেঁচেছেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন| শুক্রবার রাতে বেঙ্গালুরুর ঘটনা। গাড়িটিকে ডিভাইডার পার হয়ে বেপরোয়া গতিতে আসতে দেখে দ্রুত সরে যান সকলে। সেটি ধাক্কা মারে একটি রেস্তরাঁর দেওয়ালে। কেউ হতাহত হননি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এসইউভি গাড়িটি চালাচ্ছিলেন ৪২ বছরের ডেরিক টনি। তিনি তখন পুরোপুরি মত্ত। গাড়ি চলছিল ঝড়ের বেগে। ডিভাইডারে ধাক্কা মেরে পাশের রাস্তায় ছিটকে আসে গাড়িটি। গাড়ি ও চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande