অভিষেকের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ
কোচবিহার, ১০ জানুয়ারি (হি. স. ): পুরপ্রধানের পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা নিয়ে গত কয়েক মাস ধরে নানা জল্পনা চলছিল। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক নিজে কোচবিহারের বিভিন্ন পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে নির্দেশ দিলেও বেঁকে বসেছিলেন একমাত্র
অভিষেকের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ


কোচবিহার, ১০ জানুয়ারি (হি. স. ): পুরপ্রধানের পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষের ইস্তফা নিয়ে গত কয়েক মাস ধরে নানা জল্পনা চলছিল। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক নিজে কোচবিহারের বিভিন্ন পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে নির্দেশ দিলেও বেঁকে বসেছিলেন একমাত্র রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। শনিবার তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শিরোধার্য করে ওই সিদ্ধান্ত নিয়েছেন।

পুরসভার করবৃদ্ধি থেকে ব্যবসায়ী সমিতির সঙ্গে বিরোধ, গোষ্ঠীকোন্দল থেকে ভোটের ফল, নানা বিষয়ে রবীন্দ্রনাথ দলের অন্দরে সমালোচিত হয়েছেন। শেষমেশ কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ ছেড়েই দিলেন রবীন্দ্রনাথ ঘোষ।

হঠাৎ কেন তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক স্বয়ং ফোন করে ইস্তফা দিতে বললেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। জেলা তৃণমূলের একটি সূত্রের খবর, অভিজিতের ‘কাছের লোক’ বলে পরিচিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহাকে পুরসভার পরবর্তী চেয়ারম্যান করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। সেই জন্যই এই নির্দেশ।

শনিবার মহকুমা শাসক গোবিন্দ নন্দীর কাছে পদত্যাগপত্র জমা দেন প্রবীণ তৃণমূল নেতা। তাঁর শিবিরের দাবি, সামনে বিধানসভা ভোট। সংগঠনের কাজে মনোনিবেশ করবেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande