ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত, গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর ও ফসলের ক্ষয়ক্ষতি
ঝাড়গ্রাম, ১০ জানুয়ারি (হি. স) : জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডব অব্যাহত। মাঠে পর্যাপ্ত খাবার না পেয়ে গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর করে খাদ্যের সন্ধান করছে দলছুট হাতি। শনিবার ভোররাতে মাণিকপাড়া রেঞ্জের রমরমা বিট এলাকার দামোদরপুর গ্রামে ঢুকে
ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত, গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর ও ফসলের ক্ষয়ক্ষতি


ঝাড়গ্রাম, ১০ জানুয়ারি (হি. স) : জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডব অব্যাহত। মাঠে পর্যাপ্ত খাবার না পেয়ে গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর করে খাদ্যের সন্ধান করছে দলছুট হাতি। শনিবার ভোররাতে মাণিকপাড়া রেঞ্জের রমরমা বিট এলাকার দামোদরপুর গ্রামে ঢুকে তরুণ মাহাতোর পাকা বাড়ির জানালা ভেঙে চার বস্তা ধান বের করে খায় একটি হাতি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন-চার দিন ধরে দামোদরপুর, চাপাশোল, বৌবাজার, জয়নগর, কাঠচড়া ও সিপাইবাঁধ-সহ সংলগ্ন একাধিক গ্রামে হাতির তাণ্ডবে শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসিন্দাদের দাবি, একাধিকবার বনদফতরকে জানানো হলেও হাতি তাড়ানোর ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে লালগড় রেঞ্জের চাঁদাবিলা গ্রামে খাবারের সন্ধানে ঢুকে কমলা মাহাতোর মাটির বাড়ির দেওয়াল ভেঙে দেয় একটি হাতি। দেওয়ালের পাশে খাটিয়ায় শুয়ে থাকা কমলা মাহাত শব্দ পেয়ে পালাতে গিয়ে ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে পায়ে গুরুতর জখম হন।

স্থানীয়দের অভিযোগ, হাতির তাণ্ডবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, বনদফতর তার তুলনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দিচ্ছে না। যদিও বনদফতরের দাবি, দলছুট হওয়ায় হাতিটিকে নিয়ন্ত্রণ ও ড্রাইভ করাতে সমস্যা হচ্ছে। তবে বনকর্মীরা নিয়মিত নজরদারি চালাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande