সেলুনের আড়ালে জীবন বীমা আপডেটের নামে প্রতারণা, কাঁকসা পুলিশের জালে মুম্বই থেকে ধৃত যুবক
দুর্গাপুর, ১০ জানুয়ারি (হি.স.): জীবন বীমা ও লাইফ সার্টিফিকেট আপডেটের নামে প্রবীণ নাগরিকদের প্রতারণার অভিযোগে কাঁকসা থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। সেলুন ব্যবসার আড়ালে মুম্বই থেকে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে। শনিবার এই ঘটনাকে ঘিরে দুর
সেলুনের আড়ালে জীবন বীমা আপডেটের নামে প্রতারণা, কাঁকসা পুলিশের জালে মুম্বই থেকে ধৃত যুবক


দুর্গাপুর, ১০ জানুয়ারি (হি.স.): জীবন বীমা ও লাইফ সার্টিফিকেট আপডেটের নামে প্রবীণ নাগরিকদের প্রতারণার অভিযোগে কাঁকসা থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। সেলুন ব্যবসার আড়ালে মুম্বই থেকে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে। শনিবার এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চলজুড়ে চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আবুদাদরা আহমেদ। বাড়ি উত্তর প্রদেশে হলেও বর্তমানে সে মুম্বইয়ে বসবাস করত এবং সেখানে সেলুন ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। অভিযোগের তদন্তে নেমে প্রযুক্তিগত তথ্য ও সূত্রের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে কাঁকসা থানার পুলিশ। এরপর মুম্বইয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধৃতকে মুম্বইয়ের একটি আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে কাঁকসা থানার পুলিশ তাকে নিয়ে আসে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরে আনা হয় অভিযুক্তকে। শনিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার বিবরণে জানা গেছে, প্রতারণার শিকার কাঁকসার বামুনাড়ার তপোবন এলাকার বাসিন্দা অশোক কুমার রায়। তাঁর অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে অভিযুক্ত নিজেকে সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করে। লাইফ সার্টিফিকেট আপডেট না হলে পেনশন বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখিয়ে ধাপে ধাপে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করা হয়। অভিযোগ অনুযায়ী, মোট ৬ লক্ষ ২২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়।

বিষয়টি বুঝতে পেরে অশোকবাবু কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবে প্রবীণ নাগরিকদের টার্গেট করেই এই প্রতারণা চক্র কাজ করছিল। এরপর আসানসোল–দুর্গাপুর সাইবার শাখার সহায়তায় প্রযুক্তিগত তদন্ত চালিয়ে মুম্বইয়ে অভিযুক্তের হদিস মেলে।

আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি রাজকুমার মালাকার বলেন,“ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande