বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রকাশনা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত, জানালেন ধর্মেন্দ্র প্রধান
নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): ভারতের প্রকাশনা শিল্প বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম কেন্দ্রে পরিণত হয়েছে বলে শনিবার মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ডিজিটাল যুগেও বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং নয়াদিল্লি
বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রকাশনা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত: ধর্মেন্দ্র প্রধান


নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): ভারতের প্রকাশনা শিল্প বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম কেন্দ্রে পরিণত হয়েছে বলে শনিবার মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ডিজিটাল যুগেও বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং নয়াদিল্লি বিশ্ব বইমেলা আজ জ্ঞান, চিন্তা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মিলনস্থল।

শনিবার ভারত মণ্ডপমে ৫৩তম নয়াদিল্লি বিশ্ব বইমেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলায় ৩৫টিরও বেশি দেশ থেকে এক হাজারের বেশি প্রকাশক অংশ নিয়েছেন এবং তিন হাজারের বেশি স্টল বসেছে। পাশাপাশি ছ’শোরও বেশি সাহিত্যধর্মী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।

এবছর মেলার থিম রাখা হয়েছে ‘ভারতীয় সামরিক ইতিহাস—শৌর্য ও প্রজ্ঞা @৭৫’। স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, ত্যাগ ও দেশ গঠনে অবদানের প্রতি শ্রদ্ধা জানানোই এই থিমের মূল উদ্দেশ্য। থিম প্যাভিলিয়নে সামরিক ইতিহাস সংক্রান্ত পাঁচশোর বেশি বই, প্রদর্শনী এবং ১৯৭১-এর যুদ্ধ ও কার্গিল যুদ্ধ নিয়ে আলোচনা সভার আয়োজন রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, জ্ঞান আদান-প্রদানের এই উৎসব দেশপ্রেমের চেতনাকেও আরও দৃঢ় করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande