
পাটনা, ১০ জানুয়ারি (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করলেন হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেনরাম মাঞ্ঝি। শনিবার এক্স মাধ্যমে জিতেনরাম মাঞ্ঝি লেখেন, ভারতরত্ন নীতীশ কুমার জি... এই কথা শুনতে কী দারুণই না লাগবে, তাই না?
জিতেনরাম মাঞ্ঝি এক্স-এ আরও লেখেন, আমরা পুরোপুরি নিশ্চিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নিজস্ব সিদ্ধান্ত দিয়ে সবাইকে চমকে দেওয়ার জন্য সুপরিচিত, তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ভারতরত্ন উপাধি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও সবাইকে হতবাক করে দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ