
ভোপাল, ১০ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশে শহর ও গ্রামীণ এলাকায় একযোগে শুরু হচ্ছে ‘স্বচ্ছ জল অভিযান’। শনিবার সন্ধ্যা ৫টায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডা. মোহন যাদব মুখ্যমন্ত্রীর বাসভবন ‘সমত্ব ভবন’ থেকে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।
এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন পুরসভা, পুরনিগম, নগর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, নগর প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের রাজ্য ও জেলা স্তরের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
সরকারি সূত্রে জানা গেছে, এই অভিযানের মূল লক্ষ্য শহর ও গ্রামীণ এলাকায় পানীয় জলের গুণমানের বিস্তৃত পরীক্ষা করা, জল সরবরাহ ব্যবস্থায় লিকেজ ও দূষিত জলের উৎস চিহ্নিত করে দ্রুত সংস্কার করা। এর মাধ্যমে জলবাহিত রোগ প্রতিরোধে জোর দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য